কাবাডির সনদ বিতরণ

0
51

দীর্ঘ দেড় মাস আবাসিক ক্যাম্পে অনুশীলনের পর সনদপত্র পেলেন তৃণমূল থেকে ওঠে আসা প্রতিভাবান কাবাডি খেলোয়াড়রা।
আজ সকালে ঢাকা কাবাডি স্টেডিয়ামে ২০ জন বালক ও ২৩ জন বালিকা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।
এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও এআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ উপস্থিত ছিলেন।
গত ২৮ জুলাই দেশের ৫০টি জেলায় তৃণমূল পর্যায় থেকে চার দিনের প্রশিক্ষণের মাধ্যমে চারজন করে বালক ও বালিকাদের বাছাই করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৭ থেকে ১৪ আগস্ট আটটি আঞ্চলিক ভেন্যুতে এই চারশ’জনকে নিয়ে আট দিনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আট ভেন্যুর প্রত্যেকটি থেকে পাঁচজন করে (৮০ জন) বালক ও বালিকাকে চূড়ান্ত পর্বের প্রথম ধাপে বাছাই করা হয়। আর চূড়ান্ত পর্বের দ্বিতীয় ধাপে ২০ জন বালক ও ২৩ জন বালিকাকে বাছাই করে ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

LEAVE A REPLY