জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বৃহ¯পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে এবং শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সেটি সার্কিট হাউজ মেলা মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।
জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন হাওলাদার প্রমূখ। মেলায় ৬৪ টি স্টল অংশগ্রহণ করছে। মেলায় উন্মুক্ত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার রয়েছে।
সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা মেলায় স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করছেন।