চুয়াডাঙ্গায় কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

0
136

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার একটি কলাবাগান থেকে ৮ ই জানুয়ারি  রোববার দুপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
ডিঙ্গেদহের মানিকডিহি মাঠের একটি কলাবাগান থেকে সদর থানার পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, স্থানীয়রা মানিকডিহি কলাবাগানে অজ্ঞাতপরিচয় ওই যুবকের দুই পায়ের রগ ও গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই যুবকের গায়ের রং শ্যামলা  পরনে ধূসর রঙের প্যান্ট ও গায়ে সাদাকালো আকি গেন্জিসহ জ্যাকেট ছিল।

ওসি আরো জানান, ওই যুবকের পরিচয় জানতে আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে। রবিবার ভোররাতে দুর্বৃত্তরা ওই যুবকের দুই পায়ের রগ ও গলা কেটে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে গেছে বলে ধারণা পুলিশের। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছবি: লাশ

LEAVE A REPLY