সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক এস এম জামালকে সম্মাননা স্মারক প্রদান

0
272

হাফিজুল ইসলাম: সাংবাদিকতায় মাদক বিরোধী প্রচার-প্রচারণায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক এস এম জামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে কুষ্টিয়া সরকারী কলেজ মিলনায়তনে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস জানুয়ারী ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে তার হাতে এই সম্মাননা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বদরুদ্দোজা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সাজর্ন ডা: হালিমা খাতুন প্রমুখ, জেলা মাকদকদ্র্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দুরে থাকতে হবে। মাদকদ্রব্য থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক শুধু নিজেকেই নয় একটি পরিবারকে ধবংস করে দিতে পারে।

তিনি বলেন, মাদক সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমুহে এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে অন্তুত এই মাসে প্রতিটি বিদ্যালয়ের একটি কর্মসূচীর আহবান জানান। যাতে করে সেই কর্মসূচীর মাধ্যমে অন্তত মাদকমুক্ত দেশ গড়তে এগিয়ে আসতে পারে।
এসময় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি,স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY