দৌলতপুরে ভারতীয় মদ উদ্ধারঃ গ্রাম পুলিশসহ অাটক ৩

0
956

রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় মদসহ দৌলতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ  মাহাবুল হক (৩২)সহ তিন জনকে অাটক পুলিশ।অাটকৃত গ্রাম পুলিশ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বেজপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। অপর দুইজন হলেন উপজেলার দৌলতপুর ইউ,পির দৌলতখালী গোডাউন বাজার গ্রামের অাক্কাস অালীর ছেলে সাগর হোসেন (২০) ও একই গ্রামের রফিকুল  ইসলামের ছেলে সরয়ার হোসেন (২২) কে তিন বোতল ভারতীয় মদসহ অাটক করেছে  পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা  জানায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেকালা পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এ এস আই অাসাদ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার অাদাবাড়ীয়া ইউনিয়নের  ধর্মদহ এলাকা থেকে তিন বোতল ভারতীয় মদসহ তাদের অাটক করে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃখবীর অাহমেদ সাংবাদিকদের জানান গ্রাম পুলিশ মাহাবুলসহ তিন জনকে অাটক করা হয়েছে এবং তাদের নামে থানায় মামলা হয়েছে মামলা ০৯।

LEAVE A REPLY