ভেড়ামারা উপজেলার আয়োজনে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

0
69

মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি।।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মোঃ তৌহিদুল ইসলাম আলম। এ সময় নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া খাতুন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আক্তারুজ্জান মিঠু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, আরতি রানী সিংহ রায় সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অতিথিরা সকল ষ্টল ঘুরে দেখেন। সরকারি বিভিন্ন অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান এর ৩৭ টি স্টল মেলায় অংশ নিয়েছে। ভেড়ামারা উপজেলা প্রশাসন এই উন্নয়ন মেলার আয়োজন করেছে।আগামী ১১ জানুয়ারী মেলা শেষ হবে।

LEAVE A REPLY