আলমডাঙ্গার পারকুলা মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

0
180

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা মোনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও জমিদাতা মিনহাজ উদ্দিন। উল্লেখ্য, পারকুলা মোনাকষা প্রাথমিক বিদ্যালয়ের কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রধান শিক্ষকের নির্দেশে এলাকায় মাইকিং করে প্রচার করা হয় নতুন কমিটি গঠনের জন্য। সে মোতাবেক গতকাল ১০ জানুয়ারি বিকাল ৩ টার দিকে বিদ্যালয়ের হল রুমে এলাকার জনগন সতস্ফুর্তভাবে প্রত্যক্ষ হ্যাঁ ভোটে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সদস্য সচীব পদাধীকার বলে প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শেফালী খাতুন, জমিদাতা মিনহাজ উদ্দিন, বিদ্যুৎসাহী সদস্য তোফাজ্জেল হোসেন মন্ডল, ডাঃ সাদেক আলী, আব্দুর রশীদ, শেফালী খাতুন, তাসলিমা খাতুন, রুশিয়া খাতুন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি মাহফুজুর রহমান, অভিভাবক সদস্য মিজানুর রহমান মেজর, সাইফুল ইসলাম, আকলিমা খাতুন, মাহফুজা খাতুন, মহিলা মেম্বার শ্যামলী খাতুন নির্বাচিত হলেও সভাপতি ও সহ-সভাপতি পরবর্তীতে নির্বাচন করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান মনি, আরাফাত হোসেন, রাশিদুল ইসলাম, আব্দুল আজিজ, আলি হোসেন, শফি উদ্দিন, আকুল ইসলাম, আব্দুল হান্নান, শাহাবুল ইসলাম, সাইদুল ইসলাম, সবুজ আলী, রাজু আহমেদ, শাহীন রেজা, রাবু আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ।

LEAVE A REPLY