মিরপুর প্রতিবেদকঃ কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা ও পল্লী চিকিত্সক লুত্ফর রহমান সাবুকে (৪৮) দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের মৃত শেখ আব্দুল আজিজের ছেলে। সুত্রে জানা জানাজা বুধবার দুুপুরে উপজেলার আমবাড়ীয়া গোরস্থানের নিকট কতিপয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ক্লু উত্ঘাটনের চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।