দৌলতপুরে সুবিচারের দাবীতে সংবাদ সম্মেলন

0
855

রনি আহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া গ্রামের আঃ সালামের মের মেয়ে নিলুফা ইয়াসমিন (মিতা) সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন করছে।
জানাগেছে নিলুফার ১৫/০১/২০১১ সালে গোয়ালগ্রামের তোজাম্মেলের ছেলে  জিয়াউর রহমানের সাথে নিলুফার বিয়ে হয়।
জিয়াউর একজন বর্তমান পি,ফ্লাইট বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার LAC ক্লার্ক জিডি হিসাব কর্মরত তার বিডি নং ৪৬৯১৫৯।
নিলুফার দাবি করেন আমার একটা পুএ হয় যার বয়স প্রায়  ৩ বছর। দীর্ঘদিন আমার স্বামী কোন খোজঁ নিচ্ছিলনা। ছুটিতে বাড়ী আসলেও আমার কোন খবর নেই নাই। আমি মোবাইল ফোনে যোগাযোগ করলে অকাথ্য ভাষায়  গালাগালি  করে।আ মার পিতা একজন দরিদ্র ক্ষুদ্র ব্যাবসায়ী আমার খাওয়া পরা ছাড়াও ছেলের পেছনে খরচ করা তার পক্ষে অত্যন্ত কষ্ট সাধ্য ব্যাপার। নিদারুন দুঃখ দূর্দশা থেকে অব্যাহতি পাওয়ার লক্ষে এবং পুনরায় স্বামীর সংসার আবদ্ধ হওয়ার আশায় প্রথমে এয়ার অধিনায়ক বরাবর পরে  বাংলাদেশ বিমান বাহীনি প্রধান বরাবর আবেদন করি। যার পরিপ্রেক্ষিতে বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা  থেকে আমার পিএালয় সহ প্রয়জনীয় তদন্ত করে এবং অফিসে ডেকে বিমান কর্তৃপক্ষ সু ব্যবস্থারর আশ্বাস দেন। কিন্তু অব্যবধি কোন প্রতিকার না পেয়ে আমরা মরমাহত।লিলুফা ইয়াসমিন সাংবাদিকদদের মাধ্যমে মাননীয় প্রাধান মন্ত্রীর নিকট সুবিচার চেয়েছেনন।নিলুফা আরো জানান ইতি মধ্য জিয়াউর হক তাকে ১৩/০৫/২০১৬ তারিখে তালাক দেয় বলে সাংবাদিক দের জানান, এ বিষয়ে কুষ্টিয়া কোটে একটি মামলা চলছে। সাংবাদিকরা জিয়াউরের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিকের সাথে কথা বলতে ইচ্ছুক না।

LEAVE A REPLY