রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপি’র গড়বাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৬ বিঘা জমির প্রাই ৩ হাজার মেহেগুনী গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা।
জানাগেছে শুক্রবার রাতের যে কোন সময় এলাকার গড়বাড়িয়া গ্রামের হাজী মোঃনাজমুল হুদার ছেলে মামনুর রশিদের ৪ বিঘা,অানছান অালীর দশ কাঠা,সিদ্দিক অালীর পাঁচ কাঠা,ছইরদ্দীনের দশ কাঠা,অাত্তাব অালীর এক বিঘা জমিতে পূর্ব শত্রতার জের ধরে মোট ৬ বিঘা জমির প্রায় ৩ হাজার মেহেগুনীর গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। যার আনুমানিক ক্ষতির পরিমান ৬ লাখ টাকা।