আছানুল হক: কুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ববিতা (৩০)নামে এক মহিলা নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহত ববিতা উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাকীমপুর গ্রামের সাইদুলের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়,ঈর্শরদী থেকে কাচা হলুদ নিয়ে ছেড়ে অাশার পথে দৌলতপুর সড়কের দৌলতপুর অাখ সেন্টার মোড় নামক স্থানে দ্রুতগামী একটি ট্রলি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
এসময় মোটর সাইকেলে বসে থাকা ববিতা ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।এলাকাবাসি জানায় সেন্টার মোড় এলাকার ইয়াদ শার ছেলে মজনু ও নিলু দৌলতপুর সড়কের পার্শে বালি রেখে ব্যাবসা করে এ বালির জন্যে এ দূর্ধটনা ঘটেছে দাবী করেছে এলাকাবাসি। বালি ব্যাবসায়ী মজনু ও তার ভাই নিলুর বিচার দাবী করেছেন ওই এলাকার মানুষ।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবীর অাহমেদ জানান পুলিশ ট্রলিসহ সামিম (২৫) কে অাটক করেছে ও লাশ উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়ে এসেছে।