দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ২ জন মাদক ব্যাবসায়ীর ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৮ জানুয়ারী বুধবার বিকেলে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিট্রেট মোঃ তৌফিকুর রহমান দৌলতপুর সিমান্তের বিলগাথুয়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ঝন্টু মিয়া (৩০) ও একই এলাকার মওলা বক্সর ছেলে জাহিদুলের (৩২) সন্দেহাতিত ভাবে তাদের কাছে হাতেনাতে ২ কেজি গাঁজা ধরা পড়ায় এবং মাদক ব্যবসায়ী প্রমান হওয়ায় দুষি প্রমাণ কওে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তাদের কাছে পাওয়া ২ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। জানাগেছে বিলগাথুয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সেলিমের ও নায়েক মান্নানের নেতৃত্বে ঐ এলাকায় একটি লছিমন সহ ২ কেজি গাঁজা ও দু’জনকে গ্রেফতার করে বিজিবি।