শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল ১১ টা ৩৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা চন্দ্রিমা উদ্যানে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে উদ্যানের ভিতরে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ‘আজকের এই দিনে জিয়া তোমার মনে পড়ে, শুভ শুভ দিন জিয়াউর রহমানের জন্মদিন, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেন চন্দ্রিমা উদ্যান।
এসময় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্রঃআমাদের সময়.কম