চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার হক ছেলুন এমটি কোলকাতার মেডিকা স্পোশালাইজড হাসপাতালে চিৎিসাধীন থাকায় তার রোগমুক্তি কামনা করে গতকাল বিকাল ৪ টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামীলীগের সধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মহিদুল ইসলাম মুহিত, ইন্দ্রজিৎ দেব শর্মা, জাহাঙ্গীর হোসেন, পিয়ার মোহাম্মদ কোচি, হাজ্¦ী আহাম্মদ আলী, হাজ¦ী শমসের মল্লিক, মীর গোলাম মোস্তাফা মহর, মাজেদ ভূঁইয়া, বাবলু মেম্বার, জাহাঙ্গীর আলম, রবিউল হক, মুক্তিযোদ্ধা আহসান মৃধা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সোনাহার মন্ডল, যুবলীগ নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, তবারক হোসেন তবা, সাইফুর রহমান পিন্টু, সৈকত খান, আইনাল হক, শেক মনিরুল ইসলাম, আসাদুল হক ডিটু, সরকারি কলেজ ছাত্রলীগের আশরাফুল হক, পাপন রহমান, উপজেলা সহাকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা আনিসুর রহমান। সার্বিক দায়িত্বে ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান।