জেলায় নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শেষ সময়ে জমে উঠেছে। মেলাকে ঘিরে বিরাজ করছে উৎসব মূখর পরিবেশ। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। মেলা হাজারও সুলতান ভক্তের প্রাণের মেলায় পরিণত হয়েছে। আগামীকাল শনিবার শেষ হবে সুলতান মেলা।
শহরের সুলতান মঞ্চ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাকে সাজানো হয়েছে নানান গ্রামীন খেলাধূলায়। এছাড়া প্রতিদিনই রয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে আরো প্রানবন্ত করতে দেশের বিভিন্নস্থান থেকে এসেছেন দোকানিরা। সাজিয়ে নিয়ে বসেছেন পণ্যের সম্ভার। কেনা-কাটা, ঘোরাফেরাসহ নানা আনন্দ উপভোগ করতে বেলা গড়াতেই নানা বয়সের মানুষের পদচারণায় মূখর হয়ে উঠেছে।
প্রতিনিই শহরের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠত। এছাড়া কুড়িডোব মাঠে অনুষ্ঠিত হচ্ছে লাঠিখেলা, ভলিবল খেলা, কাবাড়ি, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌড়, ষাঁড়ের লড়াই,
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মেলার নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্ত মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের যাতে কোন সমস্যা না হয় সে জন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।
চিত্রশিল্পী এসএম সুলতানের নামে প্রবর্তিত ‘সুলতান স্বর্ণ পদক ২০১৬’ পাচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান । মেলার সমাপনী অনুষ্ঠানে গুণী শিল্পী হাশেম খানকে সুলতান পদক প্রদান করা হবে। সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খান তার প্রতিক্রিয়া বলেন, ‘যে কোনো প্রাপ্তি মানুষকে আনন্দ দেয়। এ আনন্দ ছাড়া আর কি বলতে পারি। সুলতান এমন একজন শিল্পী, তাকে সম্মানিত করতে গিয়ে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি। সুলতান অবশ্যই এ দেশের ব্যতিক্রমীধর্মী শিল্পী সুলতান পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ হেলাল মাহমুদ শরীফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান, সংসদ সদস্য মহিলা আসন-৩০ রোকসানা ইয়াসমি ছুটি, সংসদ সদস্য মহিলা আসন-২৬ এডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও এস এম সুলতান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিহির কান্তি মজুমদার, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যপক মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদার, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পপুলার লাইফ ইন্সুরেন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী ও মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান রাজীব উদ্দিন আহম্মেদ চপল