দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ ভারতীয় নাগরিক আটক

0
200

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার ৮৫/ ১২ (আর) সীমান্ত পিলারের সন্নিকট বাংলাদেশ ভূ- খন্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার শিবরামপুর কার্তিকপাড়া গ্রামের হজমুদ্দিন , একই গ্রামের মহিবুল, ঝন্টু , মিজানুর, বিন্টু শেখ ও মারুফ শেখ।
স্থানীয় বিজিবি ও এলাকাবাসী জানায়, ভারতীয় ৬ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চিলমারী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করে আসছিল বলে জানা গেছে।
৪৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হবে।

LEAVE A REPLY