মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ইখতিয়ার (৩২), আশরাফুল (৪০) ও রাসেল হক (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬মাসের কারাদন্ড প্রদান করে। আদালত পরিচালনা করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার সকালে ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।