খোকসায় ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

0
362

নিখিল বিশ্বাস,খোকসা প্রতিনিধিঃ অদ্য ২৩/০১/২০১৭ ইং তারিখে সকালে আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয় । উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রেবেকা খান উপজেলা নির্বাহী অফিসার, খোকসা, কুষ্টিয়া , মোঃ নাজমুল হুদা অফিসার ইনর্চাজ, খোকসা থানা , খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, জনাব মোঃ ফজলুল হক মাধ্যমিক শিক্ষা অফিসার খোকসা, কুষ্টিয়া , মোঃ আলীম রেজা আকু , অধ্যক্ষ, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ খোকসা। সভায় সভাপতিত্ব করেন শামীমা আক্তার বানু , প্রধান শিক্ষক, খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া।16237675_1750045568644742_835218164_n

LEAVE A REPLY