রনি অাহমেদ : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে দেশীয় তৈরী একটি শাটার গানসহ অামিনুল ইসলাম (৩৫) নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত অামিনুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাস মথুরাপুর গ্রামের মৃত রেজু মন্ডলের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে গত সোমবার রাত সাড়ে ১০ টায় অস্ত্র নিয়ে অাশার সময় গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর পুলিশ ক্যাম্পেরএ এস আই মিহির মজুনদার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর ইউ,পির খাস মথুরাপুর এলাকা অস্ত্রসহ অামিনুল কে গ্রেফতার করে।এব্যাপারে দৌলাতপুর থানার ওসি অাহমেদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত অামিনুল দির্ঘদিন ধরে সন্ত্রাসী, মাদক, অস্ত্র,ব্যাবসা করে অাশছিল তার নামে দৌলতপুর থানায় অস্ত্র মামলা হয়েছে মামলা নাং ২৫।
















