সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া বেইলি ব্রিজের উত্তর পার্শ্বে ছোট যমুনা নদীর বাঁধ কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুরা। ফলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে নদীর তীরবর্তী কয়েক হাজার মানুষ ও ফসলি জমি। ভূমি দস্যুরা প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছে না। এলাকাবাসী জানান, উপজেলার বাগজানা গ্রামের রিপন নামের এক বালুদস্যু দীর্ঘদিন ধরে ছোট যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। গত কয়েক দিন থেকে তিনি অবৈধভাবে নদীর বাঁধ কেটে বিক্রি করছেন। আশির দশকে বর্ষা মৌসুমে বন্যার পানি থেকে রক্ষার জন্য সরকারি অর্থায়নে বাঁধটি নির্মান করা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক বলেন, বিষয়টি দেখার জন্য বাগজানা ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে।