নিখিল বিশ্বাস ,খোকসা, কুষ্টিয়া : বুধবার সকাল ১১.০০ ঘটিকার সময় কুষ্টিয়া -রাজবাড়ী সড়কের খোকসা শেয়ালডাঙ্গী মোড় হতে বাস ও সিএনজির সংঘর্ষে দুই জন গুরুত্ব আহত হয়। আহতরা হলেন, মোঃ উজ্জল হোসেন(৩৫)পিতাঃ মোঃ হাফিজুল রহমান সাং কুষ্টিয়া সদর অপর ব্যক্তি হলেন, আকাত আলী প্রামানিক(৪৮)পিতাঃ মোঃ রিফাত আলী প্রামানিক সাং গোবিন্দপুর ,মিরপুর ,কুষ্টিয়া । তাৎক্ষনিক ভাবে তাদের দুই জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে জুরুরী বিভাগে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জুরুরী ভাবে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয় । খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে জুরুরী বিভাগ থেকে জানায় উজ্জলের অবস্থা আশংখাজনক।