মিরপুর চিথলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
198

হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: মিরপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চিথলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মহাম্মদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আক্কাস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘খেলা-ধূলা দেহ মনকে সতেজ রাখে। মেধা বিকাশে লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলার বিকল্প নেই’। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল বাকী’র সার্বিক ব্যাবস্থাপনায় ও পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দীন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু, সাগরখালী আদর্শ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল কাদের বিশ্বাস, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,উপজেলা কৃষক জোট সভাপতি আবুল কাশেম, চিথলিয়া ইউনিয়ন জাসদ সভাপতি হাবিব রহমাতুল্লাহ, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, চিথলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউনিয়নের সকল সদস্যবৃন্দ, ছাত্র- ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY