হিলিতে কয়েন নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

0
116

মো: রাজন আলী,হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে ১.২.ও ৫ টাকার কয়েন নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীর কাছে ৫ থেকে ১০ লাখ টাকার কয়েন মজুদ রয়েছে। কিন্তু সরকারী ও বেসরকারী ব্যাংক কর্তৃপক্ষ এসব কয়েন জমা নিচ্ছেন না। স্থানীয় একটি বেকারী ম্যানেজার জানান, তাদের কাছে ৫ থেকে ৬ লাখ টাকার কয়েন মজুদ রয়েছে। কয়েনগুলো তারা বস্তায় ভরে রেখেছেন। ব্যাংক জমা নিচ্ছে না। ক্ষুদ্র ব্যবসায়ী রুহুল আমীন জানান, তার কাছেও কয়েক হাজার টাকার কয়েন জমা আছে। কোন কোম্পানীর বিক্রয় প্রতিনিধিকে দিতে গেলে তারা নিতে চায় না। কিন্তু বেচা কেনার জন্য আমাদেরকে নিতেই হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার জানান,তাদের ভোল্টে প্রায় ২০ লাখ টাকার ১,২,ও ৫ টাকার কয়েন জমা রয়েছে। অন্যান্য ব্যাংকের শাখায় এসব কয়েন দিতে গেলে তারা নিতে চায় না। এ কারণে তাদের ব্যাংকেও এখন আর কয়েন জমা দিচ্ছে না।

LEAVE A REPLY