হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

0
106

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ ভারতের সিমান্তঘেষা পাঁচবিবি উপজেলা থেকে ৪/৫ কিলোমিটার দুরে অবস্থিত দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়িরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই দুই দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেনি। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হিলি চেকপোস্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ বৃহস্পতিবার ভারতে ৬৮তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। তিনি বলেন, সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়িরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে আজ সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুনরায় শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আফতাব হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে।

LEAVE A REPLY