হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম পরিচালনা করছেন এ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য হিসেবে কুষ্টিয়া জেলা ইউনিটের সহকারি কমান্ডর আফতাব উদ্দীন খান, সদস্য সচিব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। জেলা কমান্ডের প্রতিনিধি ছিলেন কুষ্টিয়া জেলা কমান্ডের সাংগঠনিক শফিউল ইসলাম মজনু, সদস্য জামুকার প্রতিনিধি মোশারফ হোসেন, উপজেলা কমান্ডার নজরুল করিম, মুবিম এর প্রতিনিধি ছিলেন মকবুল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, উপজেলায় পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে অনলাইনে মোট চার শত ৬৪ জন আবেদন করেছেন। এদের মধ্যে নতুন ১শত ২১ জন এবং পুরাতন ১শত ৫০ জন ও লাল মুক্তি অভিযুক্ত ১৩ জন।