হাফিজুল ইসলাম,মিরপুর অফিস : মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক বলেছেন,শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মেধা ও মননশীলতা বিকাশে খেলাধুলায় অংশ নিতে হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। আর এ জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আগ্রহী করে তুলতে হবে। বর্তমান সরকার বিনা মূল্যে পাঠ্যবই বিতরনের পাশা পাশি শিক্ষার্থীরা যাতে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানে বসেই সারা বিশ্বের খবরাখবর জানতে পারে, এমনকি দেশ বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জ্ঞানলাভ করতে পারে সে জন্য দেশে একটি কম্পিউটারাইজড শিক্ষা ব্যবস্থা চালু করেছে । শনিবার বিকেল কুরিপোল আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌর মেয়র উপরোক্ত কথা বলেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে হকের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাসদের সধারন সম্পাদক আহাম্মদ আলী। অন্যান্য দের মধ্যে ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আলী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দীন, সংরক্ষিত ১,২,৩ নং মহিলা কাউন্সিল মিনারা খাতুন। ক্রীড়া শিক্ষক রেজাউল করিম মহাদ্দেস প্রমুখ। অনুষ্ঠান শেষে পৌর মেয়র হাজী এনামুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।