দৌলতপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

0
221

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেনের সভাপ্রতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান (ভেরামারা সার্কেল)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃনজরুল ইসলাম সভাপতি দৌলতপুর উপজেলা কমিউন্টি পুলিশ, লোটন চৌধুরী,নাসির উদ্দীন মাস্টার, সদস্য জেলা পরিষদ,রিফায়াতপুর ইউ পির চেয়ারম্যান জামিরুল ইসলাম, পিয়ার পুর ইউ পির চেয়ারম্যান আবু ইউছুপ লালু প্রাগপুর ইউ,পির চেয়ারম্যান অাশারাফুজ্জামান মুকুল,মথুরাপুর ইউ,পির চেয়ারম্যান হাসেম উদ্দীন সহ ১৪ ইউ পির বিভিন্ন সদস্য। ও ১৪ ইউ পির পুলিশিং কমিটির সদস্য । উক্ত ওপেন হাউজ ডে তে মাদক ও সন্ত্রাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রধান অতিথি বক্তব্যে মোঃকামরুল হাসান বলেন আমাদের সবার চেষ্টাতে দেশ থেকে মাদক ও সন্ত্রাস দুর করা যাবে এ জন্য তিনি সাবার সহযোগীতা চেয়েছেন।

LEAVE A REPLY