পাঁচবিবিতে বিএমআই কলেজে বরখাস্ত অধ্যক্ষ কর্তৃক তালা

0
186

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে কেন্দ্র সচিবের দায়িত্ব পেতে ব্যর্থ হয়ে নাকুরগছি বিএমআই কলেজের বরখাস্ত অধ্যক্ষ শাহিনুর রহমান আজ মঙ্গলবার সকালে অধ্যক্ষের কক্ষে, শিক্ষকদের কক্ষে ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে পালিয়েছেন। তালা লাগানোর ফলে ২ ফেব্রুয়ারী থেকে এসএসসি ভোকেশনাল/দাখিল ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রের কার্যক্রম নিয়ে বিপাকে পড়েছে শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা। শিক্ষকরা বাধ্য হয়ে বাহিরে বেঞ্চে বসে প্রবেশ পত্র প্রদানের কাজ করছে। দুর্নীতির দায়ে অধ্যক্ষ শাহিনুর রহমান ২০০৭ সালে বরখাস্ত হন। শিক্ষকরা জানায়,স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু সভাপতি থাকার সুবাদে কোন বৈধ কাগজ পত্র ছাড়াই ২০১৪ সাল থেকে শাহিনুর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২৬ জানুয়ারী অধ্যক্ষ শাহিনুরকে ঢাকা আগারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে পরীক্ষা ঘনিয়ে আসায় গত রবিবার জৈষ্ঠ শিক্ষক সেলিনা আক্তার চৌধুরীকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালনের চিঠি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক। জেল থেকে ছাড়া পেয়ে অধ্যক্ষ শাহিনুর যে কোন মূল্যে সেলিনা আক্তারকে সরিয়ে দিয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পেতে মরিয়া হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে কলেজ কক্ষে তালা ঝুলিয়ে দেন। স্থানীয় ইলিয়াস সরদার ও তাজুল ইসলাম জানান,আজ মঙ্গলবার সকালে বরখাস্ত অধ্যক্ষ শাহিনুর রহমান ও প্রদর্শক জিল্লুর রহমান তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে অধ্যক্ষ শাহিনুরের মুঠোফোনে ০১৭১৬১১৭৮৯২ নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। কেন্দ্র সচিব সেলিনা আক্তার চৌধুরী বলেন,বরখাস্ত অধ্যক্ষ বৈধ কাগজ পত্র নিয়ে এসে দায়িত্ব পালন করুক এতে আমাদের কোন আপত্তি থাকবেনা অন্যথায় আমরা মাঠ ছাড়বনা। উল্লেখ্য অবৈধ অধ্যক্ষ শাহিনুরের কারনে ৮ মাস ধরে(গত জুন মাস থেকে) বিলবেতন ও দুই ঈদের বোনাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।

LEAVE A REPLY