সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সম্মান শ্রেনির তৃতীয় বর্ষের ফরম পূরন বাবদ সরকারি ফি ২ ’হাজার ৬’শ ২৫ টাকার স্থলে আদায় করা হয়েছে ৫ ’হাজার ৮’শ ৪৫ টাকা। প্রতি ছাত্রের কাছ থেকে অফিস আদায় করছে ৪’হাজার ৬’শ ৪৫ টাকা। ডিপার্টমেন্ট থেকে ১’হাজার ২’শ টাকা নেয়া হলেও রশিদ দেয়া হচ্ছে ৪’শ টাকার। বিভিন্ন খাত দেখিয়ে ৫টি বিষয়ে ২’শ ৮০ জন ছাত্রের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। বিপুল পরিমান টাকা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, অফিস ও শিক্ষকদের মাঝে ভাগ বাটোয়ারা করে নেয়ার পাঁয়তারা চলছে। ফরম পূরনে অতিরিক্ত টাকা নেয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা লিটন আরেফিন নামে এক ছাত্রকে মারধর করে। এ বিষয়ে অধ্যক্ষ বরজাহান আলীর সাথে মুঠোফোনে ০১৭১৫-৩৭৮০৩৩ যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়