হাফিজুল ইসলাম,কুষ্টিয়া অফিস: কুষ্টিয়ার মিরপুরে অবৈধ্য ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ইট ভাটার মালিক কে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহার নেতৃত্বে সোমবার সকাল ১১টায় উপজেলার মশান বাজার এলাকায় ইট ভাটায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসাস্ এ কে বি ব্রিকস এর মালিক এনামুল হককে ১লক্ষ টাকা। মেসাস্ আক্কাস ব্রিকস এর মালিক মোঃ শাহীন আলী কে ১লক্ষ টাকা। মেসাস্ পি পি আর ব্রিকস এর মালিক হাজ্বী মোঃ নুরুল ইসলাম কে ১লক্ষ ৫০ হাজার টাকা, মেসাস্ এম আর বি ব্রিকস এর মালিক শরিফুল ইসলাম কে ১ লক্ষ টাকা সহ মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। কয়লার পরির্বতে কাঠ পোড়ানোর দায়ে উপরোক্ত চারটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মনিরুজ্জামান ও পরিদর্শক আব্দুল গফুর, সার্ভেয়ার জহিরুল ইসলাস প্রমুখ উপস্থিত ছিলেন ।