আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষকরা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পমাল্য অর্পন করলেন

0
171

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গতকাল আলমডাঙ্গা ডিগ্রি কলোজের সকল শিক্ষক, কর্মচারি, সদস্যরা গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধুর নিজ বাড়ী টুঙ্গিপাড়ায় উনার মাজার জিয়ারত করেছেন। বন্ধুবন্ধুর মাজারে বীর মুক্তিযোদ্ধা জাতীয় হুইপ ছেলুন জোর্য়্দাারের সৌজন্যে অর্পণ করা হয়। আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আবু হাসান বাচ্চুর নেতৃত্বে সে সময় উপস্থিত ছিলেন ইলিয়াছ হোসোন, আবুল কাশেম, আল মামুন রেজা, আলম হোসেন, মোনায়েম হোসেন, শেখ শফিউজ্জামান, মহিতুর রহমান, শরিয়তুল্লাহ, মাকসুদুর রহমান, তাপস রশিদ, সেলিম হোসেন, বাসের আলী, আদিলুর রহমান, রিজিয়া সুলতানা, খাইরুন নোছা কলি, লুৎফুন্নাহার, শারমিন আরা, জেসমিন আরা, খলিলুজ্জামান, মালেকা পারভিন, শাহনাজ পারভিন রিক্তা, জাইদুল ইসলাম, মহসিন আলী এবং সাবেক অধ্যক্ষ আলহাজ নজরুল ইসলাম।

LEAVE A REPLY