আলমডাঙ্গা হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স পরিদর্শন

0
109

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম আব্দুস সোবহান। হারদী নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সে “উচ্চ শিক্ষার মান উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম আব্দুস সোবহান। হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটের সভাপতি বিশিষ্ঠ্য শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এম.এম. জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, এম. এস, কৃষি কলেজের অধ্যক্ষ হামিদুল হক, মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, এম.এস. জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, প্রাইম ইউনিভার্ষিটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক শুভদ্বীপ্ত দাস। প্রভাষক আমিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জেসমিন আরা, দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আহমেদ শামীম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্বাস আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক নজির আহমেদ, চিপ ইনন্সট্রাক্টর মখলেসুর রহমানসহ নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সের সকল শিক্ষক ও কর্মচারী।

LEAVE A REPLY