কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজ এ বাংলাদেশ শিক্ষামন্ত্রণালয় থেকে বিদেশী একটি প্রতিনিধি দল শনিবার বিকেল ৪.০০ টায় কলেজের অধ্যক্ষ জনাব,নাজিম উদ্দিন এর সাথে শিক্ষার মান উন্নয়ন সহ কলেজের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা হলেন, বৃটিশ নাগরিক ফিল ডেভিড, আইরিশ নাগরিক মিসেস এনা, বাংলাদেশ ও বৃটিশ নাগরিক আলমগীর কবীর। এ সময় কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদেশী নাগরিকগণ ক্যাম্পাস পরিদর্শন করে বিকেল কলেজ থেকে বেড়িয়ে যান।