খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করেছেন এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধূরী। উপজেলা হলরুমে গতকাল শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী এ ঘোষনা দেন। এর আগে উপজেলার ৯টি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা করা হয়েছিল। গতকাল বাঁকি ৫টি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনার মধ্যে দিয়ে উপজেলার মোট ১৪ ইউনিয়নকেই ভিক্ষুকমুক্ত ঘোষনা করা হল। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঈন উদ্দীন মোহন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও অন্যান্য সূধীজনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষে আদাবাড়িয়া, রিফায়েতপুর, প্রাগপুর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ভিক্ষুককে কর্মের মাধ্যমে স্ববলম্বি করতে তাদের মাঝে ভ্যান, চাল, ডাল, তেল, কম্বোল, ছাগল, হাঁড়ি, ষ্টোভ, নগদ টাকা তুলে দেয়া হয়।