হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। সু- শিক্ষা মানুষের মনুষ্যত্ব জাগ্রত করে এবং পশুত্ব ধ্বংস করে, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারলে তারা হবে দেশ ও জাতির আলোকিত ভবিষ্যত। শিক্ষার্থীদেরকে সততার সহিত জ্ঞান অর্জন করে দেশ, জাতি ও মানুষের কল্যানে নিবেদিত করতে হবে। এই শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার, সকলের, বিশেষ করে শিক্ষকরা এ দায়িত্ব যত্নসহকারে পালন করবেন। আমার বিশ্বাস জাতি গঠনে শিক্ষকরা দেশ-জাতির ইতিহাস সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাদান করবেন।
১৮ ফেবরুয়ারী শনিবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৬ সালের সপ্তম ও দশম শ্রেনীর কৃতি ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। তিনি আরো বলেন, বর্তমান সরকার কথা নয় কাজে বিশ্বাসী দেশের প্রত্যেকটি অঞ্চলের আজ উন্নয়নের জোয়ার বইছে। তেমনি ভাবে একটি আধুনিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সুর্বণা রানী সাহা, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান,চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল বাকী, নওদা চৌদুয়ার বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।