কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু হয়েছে

0
161

এস এম জামাল : কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু করা হয়। এছাড়াও রেকর্ডরুমে বায়োমেট্রিক পদ্ধতি দরজা খোলার ব্যবস্থা চালু করেছে। এক্ষেত্রে এখানকার তিনজন মনোনীত ব্যক্তিই আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে এই দরজা খুলতে পারবে। গতকাল রোববার বিকেলে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। এসময় তিনি বলেন, ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু হওয়ার ফলে কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতকরন ও অফিসের সার্বিক কর্মকান্ডে আরো গতিশীলতা বৃদ্ধিসহ সেবার মান আরো বৃদ্ধি পাবে। এরকম উদ্ভাবনী প্রযুক্তি পর্যায়ক্রমে সকল উপজেলা ভুমি অফিসে চালু করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) আবু হেনা মো: মুস্তাফা কামাল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অফিসের কর্মকর্তা কর্মচারীরা যেন সঠিক সময়ে আসতে পারে। এবং এই বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালুর মাধ্যমে বোঝা যাবে কে কখন অফিসে হাজির হয়েছে তার সঠিক তারিখ ও সময় কম্পিউটারে উঠে থাকবে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো: মুস্তাফা কামাল জানান, কুষ্টিয়ার ভূমি অফিসসমূহের মধ্যে সদর উপজেলা ভূমি অফিসেই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরকম জেলার অন্যান্য উপজেলাও যেন এমন উদ্যোগ গ্রহণ করে এবং জনগন যেন সহজেই সেবা পায় তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, ভুমি অফিসে দালালমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সেবা প্রত্যাশীরা যাতে সহজেই অফিসের কর্মচারীদের চিনতে পারেন সে জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

LEAVE A REPLY