চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা প্রদান

0
188

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে সকাল ১০ টায় আলমডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলা চত্বরে আকিজ গ্রুপের অর্থায়নে দুস্ত্য, এতিম, গবির রোগিদের বিনামূল্যে চিকিৎস্য প্রদানের উদ্দেশ্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সেখ সামসুল আবেদীন খোকন। তিনি বলেন, সমাজের বৃত্ববানরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় গরিব, দুস্থ্য এতিমদের জীবনটা আরেকটু উজ্জ্বল করে তুলতে পারি। এসময় তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে আগামিতে আমরা চক্ষু শিবিরসহ সমাজের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, কার্য্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সৈকত ইসলাম শাহান, কার্যানির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর মালিক, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আলি আজম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইউনুস, ইউনিট অফিসার শামীম রহমান, জেলা পরিষদ সদস্য আবু মূছা, সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম

LEAVE A REPLY