মো: রাজন আলী, হিলি প্রতিনিধি:আজ হিলি সীমান্তের শুন্য আঙিনায় সৌহাদ্য ও সম্প্রীতির প্রয়াসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে ওপার বাংলা-এপার বাংলার বাংলাভাষী মানুষেরা। এ উপলক্ষে সীমান্তের চেকপোস্টের শুন্য আঙিনায় মাতৃভাষার মঞ্চ ও অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়েছে। প্রতিবছর হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত’র যৌথ আয়োজনে দিবসটির আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা
কমান্ডার মো. লিয়াকত আলী জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারই প্রথম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি থাকবেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এছাড়া উপজেলা প্রশাসন, স্থানিয় আওয়ামীলীগ, পৌরসভা, বন্দরের ব্যবসায়ি সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং পশ্চিমবঙ্গের বালুরঘাটের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এদিকে সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ জানান, আলাদা দুটি দেশ হলেও আমাদের মনে ও প্রাণের দিক থেকে কেউ আলাদা করতে পারেনি। তাই সীমান্তের প্রাচীর ও কাঁটাতারের বেড়া কোনো বাঁধা নয়। এই কারণে আমরা যৌথভাবে এপার বাংলা- ওপার বাংলা মানুষেরা হিলি সীমান্তের একই মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে আলোচনা সভা, কবিতা আবৃতি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। দিবসটি নিয়ে গত কয়েকদিন ধরে দুই বাংলার মানুষের মাঝে যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে। এরফলে অনুষ্ঠানকে ঘিরে এদিন উভয় সীমান্তের মানুষের মাঝে মিলনমেলা ঘটবে। অনুষ্ঠানের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা চেয়ে ইতোমধ্যে জেলা প্রশাসক, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, পুলিশ সুপার, অধিনায়ক ২০ বিজিবি ব্যাটালিয়ন এবং উপজেলা প্রশাসনের কাছে নিয়ম মেনে আবেদনও করা হয়েছে বলে জানান তিনি।