দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
162

রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এলাকায় দোয়া মাহফির,কাল ব্যাচ ধারণ, র্যালী,শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ , চিত্রাংকন পতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দৌলতপুরের সিংহদ্বার আল্লারদর্গায় খন্দকার এম. একাডেমী নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ বালিকা বিদ্যালয়, রহিমা বেগম একাডেমী,আল্লারদ র্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়,আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়,প্রিক্যাডেট স্কুল দোয়া মহাফিল,র্যালী,শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। এ দিকে দৌলতপুর কেন্দীয় শহিদ মিনারে রাত ১২.০১ সময় পুস্প স্তবক অর্পণ করেন কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুর রহমান,উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। দৌলতপুর রিপোটার্স ক্লাব, দৌলতপুর প্রেসক্লাব পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা , বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রোদ্ধা জানায়।

LEAVE A REPLY