দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

0
649

রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জমসেদ অালী (৪০)নামে এক জন নিহত হয়েছে।মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহত জমসেদ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজ নগর গ্রামের অারজেদ মন্ডলের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায় ডাংমড়কা থেকে ইট নিয়ে ছেড়ে অাশার পথে কুষ্টিয়া প্রাগপুর সড়কের হোসেনাবাদ অাখ সেন্টার মোড় নামক স্থানে দ্রুতগামী একটি ট্রলি বাই সাইকেলকে ধাক্কা দেয়। এসময় বাই সাইকেল অারোহী জামসেদ ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন জানান পুলিশ ঘাতক ট্রলিটি কে অাটক করেছে ও লাশ উদ্ধার করে দৌলতপুর থানায় নিয়ে এসেছে।

LEAVE A REPLY