রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে চাঁদনী কে যৌতুকের দাবিতে শরিরে আগুন লাগিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে আনুমানিক ১৮মাস আগে কামরুলের মেয়ে চাঁদনীর সাথে রিফায়েতপুর ইউনিয়নের তেলিগান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে মনিরুলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন করে আসে। গত মুঙ্গলবার মনিরুল তার স্ত্রী চাঁদনীকে তার পিতার বাড়ী থেকে ৭০ হাজার টাকা আনতে বলে। সে অপারকতা জানালে তাকে গ্যাস লাইটার দিয়ে তার শরিরে আগুন লাগিয়ে দেয়। পরে তাকে বাড়ীর আসে পাশের লোক জন চাঁদনী কে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দৌলতপুর হাসপাতালের আর এম ও ডাঃ আরেফিন ছামছুল সাংবাদিকদের জানান চাঁদনীর শরিরের প্রাই ৫০ভাগ দগ্ধো হয়েছে তার চিকিৎসা চলছে। এ ব্যাপারে ৪ জনকে আসামী করে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে মামলা নং (৪১)। আসামীরা হলেন,মনিরুল(৩০),আবুলবাশার (৩২), সাহানাজ খাতুন(২৪),কহিনুর খাতুন(৫০)।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেন জানান সাহানাজ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।