রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের কুখ্যাত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যাবসায়ী ও বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়না প্রাপ্ত অাসামী লালু (৩৫) কে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।গ্রেফতারককৃত লালু উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সামু মন্ডলের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় বুধবার রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাহাদাৎ হোসেন,এ এস আই সাহেব অালী সংগীয় ফোর্স নিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমাস্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন সাংবাদিকদের জানান লালু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী,অস্ত্র ও মাদক ব্যাবসা করে এবং তার নামে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা হয়েছে।