কালাইয়ে পিএসসি জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণের সংবর্ধনা অনুষ্ঠান

0
76
রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা ২০১৬ শিক্ষা বর্ষের পিএসসি (প্রাথমিক সমাপনী) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ও প্রাথমিক সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার উপজেলা শহীদ মিনার চত্ত্বরে উপজেলার নির্বাহী অফিসার জনাব আফাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব বদরুজ্জেহা। বিশেষ অতিথি- রির্সোস ইন্সট্রাক্টর আব্দুস সামাদ, একটি বাড়ী একটি খামার সমন্বয় অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী যতন কুমার দেব। বক্তব্য রাখেন- কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, মোলামগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আকতার। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে থেকে সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মুনছুর রহমান। অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য ফজলুর রহমান, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আহম্মেদবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শ্রী সুমন কুমার কুন্ডু, কালাই থানার অফিসার ইনচার্জ নূরুজ্জামান চৌধুরী প্রমুখ, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার জিপিএ – ০৫ প্রাপ্ত ৩৪২ জন ছাত্র-ছাত্রীর মাঝে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয় ও ১১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে উপহার সামগ্রী প্রদান করা হয়। আয়োজনে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুহাট।
বাংলাদেশ খুলনা শিক্ষা

LEAVE A REPLY