ঢাকাঃ সাংবাদিক এসএম জামালকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুরের আরণ্যক রিসোর্টে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বহুমাত্রিক. কম এর আয়োজনে ফ্যামেলী ডে ও বীর মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বহুমাত্রিক. কম এর প্রকাশক ও সম্পাদক আব্দুল কাদির তার হাতে এ সম্মাননা প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান,সোহেল আহমেদ, রুহেল আহমেদ বাবু,ব্যাংকার আবদুল কাদের ও প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটা সময় আসবে যখন অনলাইন পত্রিকায় মানুষ পড়বে। কারন পত্রিকা আজকের খবর আগামীকাল প্রকাশিত হবে। বক্তারা বলেন, এখন আর আমরা পরের দিনের পত্রিকার জন্য অপেক্ষা করি না। বিশ্বের যে কোণেই থাকি না কেন, বাংলা পত্রিকাগুলো অনলাইনে সঠিক সময়েই পাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। কখন, কোথায়, কী ঘটছে, তার তাৎক্ষনিক বিভিন্ন ডিজিটালাইজডের মাধ্যমে জানতে পারছি। তবে এতোসব অনলাইনের ভীড়ে অনলাইন সাংবাদিকতায় সবার আগে নীতি-নৈতিকতা নিশ্চিত করা দরকার। অনলাইনের ক্ষেত্রে সংবাদের তথ্যনির্ভরতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেদিক দিয়ে বহুমাত্রিক ডটকম অনেকটাই স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এটি একসময় আরো অনেকদুর এগিয়ে যাবে বলেও বক্তারা মনে করেন। প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন নিউজ পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অনলাইনে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশই আমাদের কাম্য। আমরা কৃষি, শিল্প, সাহিত্য সংস্কৃতি,রাজনীতি,খেলাধুলা,বিনোদন,সসমাজ উন্নয়নে কাজ করে যেতে চাই। পাশাপাশি আরও বেশি বেশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশ করা এবং তরুণদের সম্পৃক্ত করাটা বেশি প্রয়োজন বলে আমি মনে করি। পরে বহুমাত্রিক ডটকমের উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা, লেখক, রত্নগর্ভা মা, ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, লেখক ও বহুমাত্রিক ডটকমের কর্মরত দেশের বিভিন্ন স্থানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।