রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে পাটকাঠি বোঝাই চলন্ত একটি ট্রাকে আগুন লেগে ট্রাকসহ সমস্ত পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারা বাজারে এ ঘটনা ঘটে।ভেড়ামারা ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাহার আলী জানান, পাটকাঠি ভর্তি ট্রাকটি ভেড়ামারায় যাচ্ছিল। দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারায় পৌঁছলে পাটকাঠি ভর্তি ট্রাকটিতে আগুন লেগে যায়। পরিস্থিতি বে-গতিক দেখে চালক ট্রাকটি স্থানীয় ঘোড়ামারা হাইস্কুল মাঠে ঢুকিয়ে দেন। এ সময় স্থানীয়রা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অবশ্য ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তিনি আরো জানান, রাস্তায় বৈদ্যুতিক তারে আর্থিং এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।