আলমডাঙ্গায় ৩ দিন ব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ সমাপনি অনুষ্ঠান

0
84

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপি প্রাণি সম্পদ সেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শেষ দিনে স্কুল ফিডিং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং (ডিম) ও ১ কাপ করে দুধ খাওয়ানো হয়েছে। সেই উপলক্ষে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান প্রত্যেক শিক্ষার্থীকে ডিম ও ১ কাপ দুধ খাওয়ায়ে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নূর ইসলাম, প্রধান শিক্ষক আবেদা সুলতানা, সহকারি শিক্ষক নাসরিন আক্তার মাহমুদা পারভীন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ অলম মন্টু ও খ. হামিদুল ইসলাম আজমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY