দৌলতপুরে অস্ত্রসহ গ্রেফতার ৩

0
1711

রনি অাহমেদ :কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ এরশাদ (৩২),সেতু (১৯)ও নজরুল (৪০) নামে তিন সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।গ্রেফতারকৃত এরশাদ উপজেলা দৌলতখালী গ্রামের মৃত খোসবার মিয়ার ছেলে, সেতু উপজেলার মথুরাপুর গ্রামের মন্টু অালীর ছেলে ও নজরুল উপজেলার দৌলতখালী গোবড়গাড়া গ্রামের খোদা মন্ডের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে গত সোমবার গোভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম,এ এস আই   সাহেব অালী সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউ,পির দৌলতখালী এলাকা  থেকে একটি শাটার গান, দুই টা রামদাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে দৌলাতপুর থানার ওসি অাহমেদ কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতরা দির্ঘদিন ধরে সন্ত্রাসী, মাদক ও অস্ত্র,ব্যাবসা করে অাশছিল তাদের নামে দৌলতপুর থানায় একটি অস্ত্র  মামলা হয়েছে মামলা নং ৫২।

LEAVE A REPLY