মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি: শতভাগ ছাত্র-ছাত্রী ভর্তি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে কুষ্টিয়া ভেড়ামারার পাটুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরন, মিড ডে মিলের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে মিড ডে মিলের উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান। উদ্বোধন অনুষ্ঠান পূর্বে ভেড়ামার উপজেলা নির্বাহী অফিসার শান্তি মণি চাকমা’র সভাপতিত্তে¡ এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানএ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কুমার সাহা, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নুর হোসেন খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুল হক। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক যুবলীগ নেতা আব্দুল আজিজ। সবশেষে প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনরা ।