হাকিমপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের দুধ খাওয়ানো হয়েছে

0
101

মোঃ রাজন আলী,হিলি: দিনাজপুরের হাকিমপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিশুদের স্কুল ফিডিং (দুধ খাওয়ানো) হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলার গোহাড়া আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দুধ খাওয়ায়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মিনু শীল। এরপর এক আলোচনা সভা নির্বাহী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার মিনু শীল, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY