দৌলতপুরে বসত বাড়ীতে আগুন।

0
648

এস এম সরোয়ার পারভেজ: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া নতুন পাড়ার মৃত ইসমাইল মাষ্টারের ছেলে ইমারান হোসেরন বাড়ীতে আগুন লেগেছে বলে জানাগেছে। বসত বাড়ীতে রান্নার সময় রান্নাঘরের আগুন থেকে আগুনের শুত্রপাত হয় বলে জানাগেছে। এলাকাবাসী জানান ইমরান হোসেনের রান্নাঘর থেকে আগুন লাগে, তার রান্নাঘর মূলত পাঠকাঠির তৈরী রান্না করার সময় ঘরের বেড়ায় আগুন লাগলে দ্রুত পুরো রান্নাঘরে ছড়িয়ে যায়, বাড়িতে থাকা মহিলারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও। পাশেই তার বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঐ সময় সমস্ত এলাকাবাসি একাত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় বাড়িটি সেমিপাকা ও চাতাল ছিল পাঠকাঠির তাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৪ টা রুমের সব আসবাব পত্র সহ ঘরের সমস্ত মারামাল পুড়ে যায় এমনকি নগদ ৩৭ হাজার টাকা ও সব জমি জামার দলিল সহ সব কিছু পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস-ভেড়ামারা ইন্সপেক্টর মোজাহারুল জানান, চাতাল পাঠকাঠির হওয়াতে আগুন দ্রুত চারপাশ ছড়িয়েছে, আমরা যাওয়ার আগেই সাধারন জনগন আগুন নিয়ন্ত্রনে এনেছে। আমি ফন করে জানলাম অনুমানিক প্রায় ২-২.৫ লক্ষ টাকার মত ক্ষতির পরিমান হতে পারে।

LEAVE A REPLY